নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়া, লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি। সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম।
সঞ্চালনা করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।